বিজেপির অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।

0
263

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুর্নীতি, স্বজনপোষণ, প্রতারণা, দলবাজি, সর্বোপরি আবাস যোজনার চূড়ান্ত তালিকায় গরীব মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।এদিন ক্ষিপ্ত বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশ প্রশাসনের।বচসার জেরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেট ভাঙচুরের অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটা থানার আইসি সুমিত তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী। বিজেপির ১৪ নং মণ্ডলের সভাপতি রঞ্জন বর্মন জানান, আবাস যোজনার তালিকায় দুর্নীতি, স্বজনপোষণ, প্রতারণা, দলবাজি সহ মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে এদিন গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত অফিসে হামলার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, পুলিশের সঙ্গে দুই একজন কর্মীর বচসা ঘটেছে।বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রহিফুল আলম জানান, বিজেপি ডেপুটেশনের নামে গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর করেছে, এবং অশালীন আচরণ করেছে।তিনি বলেন, দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে অতীত যে ঘটনা কোনোদিন ঘটেনি সেটা বিজেপির কিছু উশৃংখল কর্মী সমর্থক আজ ঘটালেন।ঘটনাটি তিনি পুলিশ প্রশাসনের নজরে আনেন বলে জানান।