নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বর্তমানে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা শহরের হতদরিদ্র অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ফালাকাটা ব্লকের কষ্টে থাকা এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছসেবী সংগঠন রামধনু। এদিন প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। দুঃস্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হল। শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা রামধনুর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জানা গিয়েছে, এদিন সংশ্লিষ্ট ব্লকের হেদায়েতনগর, জটেশ্বর, ধুলগাঁও, তাসাটি চা বাগান সহ বেশ কিছু এলাকার প্রায় একশোটি শীতবস্ত্র দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয়। এই মহৎ কাজের জন্য রামধনুকে সাধুবাদ জনিছেন ওই এলাকার সাধারণ মানুষ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। দুঃস্থদের শীতবস্ত্র কম্বল...