নদীয়া কৃষ্ণনগরে পরম্পরা আয়োজিত অষ্টাদশ নাটকের মেলা অনুষ্টিত হলো কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ।

0
306

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া কৃষ্ণনগরে পরম্পরা আয়োজিত অষ্টাদশ নাটকের মেলা অনুষ্টিত হলো কৃষ্ণনগর রবীন্দ্রভবনে । 29 শে ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে 5 ই জানুয়ারি ।এই নাট্য মেলায় আমেরিকার প্রবাসী বাঙালীরা মেঘ নাটক টি মঞ্চস্থ করলেন নির্দেশনায় পিনাকী দত্ত। তাদের এই প্রচেষ্টা আর নাটকের প্রতি ভালোবাস অনেকের কাছে ঈর্ষার বিষয় । সুদর আমেরিকা 13 সমুদ্র পর করে নদিয়ার কৃষনগরে রবীন্দ্রভবনে তাদের এই নাটক মঞ্চস্থ হচ্ছে এটা ভারতীয় নয় নদীয়াবাসী হিসাবে নয় নাট্য প্রেমী হিসাবে গর্বের বিষয়।নাটকের প্রতি এমন ভালোবাসা অনেক কম দেখা যায়।আমেরিকা থেকে নদীয়া সেখানে নাটকের টানে শিল্পীদের আগ্রহ শিল্পীদের চেষ্টা আর নাটকের প্রতি ভালোবাসা না হলে এমন ভাবে নাটক মেলায় অংশগ্রহণ করা যায় না ।এটা মনের টান নাটকের প্রতি ভালোবাসা না হলে হয়না।পিনাকী দত্তের এমন প্রচেষ্টা প্রবাসী বাঙালি হয়েও এমন কর্মকান্ডে যুক্ত হওয়া এমন নাট্য পরিবেশনের ইচ্ছা ও ও ভালবাসা না হলে হয়না।2022 প্রখ্যাত চলচ্চিত্র নায়ক সিনেমা জগতের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে এই নাট্য মেলা আলাদা অনুভূতি বয়ে আনে।নাট্য মেলার কর্ণধার শিবনাথ বাবুর প্রচেষ্টা উল্লেখযোগ্য।