ফালাকাটা দপ্তরে সরকারি স্ট্যাম্প পেপারের দাম দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগ উঠল ।

0
230

নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (রাজস্ব) বিভাগের অতিরিক্ত জেলা নিবন্ধকের ফালাকাটা দপ্তরে সরকারি স্ট্যাম্প পেপারের দাম দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগ উঠল সরকারের লাইসেন্স প্রাপ্ত স্টাম্প বিক্রেতাদের বিরুদ্ধে। অভিযোগকারীদের বক্তব্য, তারা ফালাকাটার এই দপ্তর থেকে ১০ টাকা দামের বেশ কয়েকটি স্টাম্প পেপার কেনেন। যার দাম তাদের থেকে নেওয়া হয়েছে দ্বিগুণ। প্রতিটি দশ টাকার স্ট্যাম্পের দাম তাদের থেকে কুড়ি টাকা করে নেওয়া হয়েছে। তারা প্রতিবাদ করলে স্ট‍্যাম্প বিক্রেতারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এদিকে স্ট্যাম্প বিক্রেতারা পাল্টা জানান, তাদের এই স্ট্যাম্প আলিপুরদুয়ার থেকে কিনে আনতে হয়। তারা যে কমিশন পান তা দিয়ে তাদের সংসার চলে না। সেই কারণেই তারা একটি ১০ টাকার স্ট্যাম্প এবং একটি ডেমি দিয়ে মাত্র ১৫ টাকা নেন। কুড়ি টাকা নেওয়া হয় না গ্রাহকরা মিথ্যে বলছে।অর্থ (রাজস্ব) বিভাগের অতিরিক্ত জেলা নিবন্ধকের ফালাকাটা দপ্তরের আধিকারিক জীবন তামাং বলেন, গ্রাহকদের পক্ষ থেকে আমার কাছে কোনও অভিযোগ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।