নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুরানো কে বিদায় জানিয়ে নতুন স্বাগত জানাতে আট থেকে আশি তৈরী।চাঁদুড়িয়া এক নম্বর জিপির মালোপাড়া মোড়ের বাসিন্দারা তৈরী নতুন বছর কে বরণ করতে।এটা কলকাতার পার্কস্টিট বা লন্ডন নয় প্রত্যন্ত গ্রাম। এখানকার চাকরীজীবি কম,বেশীর ভাগ মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের বাস।কলকাতার পার্কস্টিট কে তুলে আনার চেষ্ঠা করলো জনা চল্লিশের নতুন প্রজন্মের সেনারা।বাসিন্দাদের জন্য থাকছে ফুচকা এবং শীতের আমেজ কে ধরে রাখতে থাকছে গরম কফি।লন্ডন তো দূরের কথা অনেকেই কলকাতায় পার্কস্টিটে যায়নি পুরাতন বছর কে বিদায় জানিয়ে নতুন কে স্বাগত জানাতে রাত ভোর আনন্দ উৎসবে অংশ নিতে।পার্কস্টিটের আনন্দ উৎসব,খাওয়া দাওয়া সব তুলে নিয়ে এসেছে এই প্রত্যন্ত গ্রামে।চার দিকে অন্ধকারাচ্ছন্ন তার মাঝে আলোয় আলোকিত এক টুকরো চাঁদের আলো।সারারাত গানের তালে তালে নাচ,চললো রাত সাড়ে এগারো পযর্ন্ত।ঘরির কাটা বারোটা ছুই ছুই আতসবাজী ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানালো জনা চল্লিশের নতুন প্রজন্মে যুবকেরা এদের কে উৎসাহ জুগালো এলাকার বাসিন্দারা।