আবদুল হাই, বাঁকুড়াঃ রেলের ব্যারিকেট ভেঙে সজোরে গাছে ধাক্কা মেরে খাদে পড়লো একটি বেপরোয়া ট্রাক । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বোড়লবান্দী এলাকায় ।
স্থানীয় সূত্র জানতে পারা যায় , পাত্রসায়রের দিক থেকে সোনামুখীর দিকে আসছিল একটি ট্রাক তখন বোড়লবান্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকটি
রেলের ব্যারিকেট ভেঙে একটি গাছে ধাক্কা মারে এবং খাদে পড়ে যায় । এই ঘটনায় ট্রাকের একাংশ ক্ষতিগ্রস্ত হয় । লরিটিতে অত্যাধিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন রেলের গেট ম্যান । পাশাপাশি বেশ কিছুটা রেলের ব্যারিকেট ভেঙে গুঁড়িয়ে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনার পরেই বেপাত্তা ট্রাকের চালক ও খালাসি যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই । তবে এই ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।
রেলের গেটম্যান মঙ্গল সূত্রধর জানান , অত্যাধিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে ট্রাক চালক ও খালাসিকে ধরা সম্ভব হয়নি । ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।