নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম আবাস যোজনার তালিকায় নাম রয়েছে অথচ গরিব অসহায় কাঁচা বাড়িতে যারা এই কনকনে ঠান্ডার মধ্যে বসবাস করছেন তারাই আবাস যোজনা থেকে বঞ্চিত।এই নিয়ে বারবার বিক্ষোভে সরব হয়েছেন গরিব বঞ্চিত মানুষেররা।এবারে গরিব অসহায় মানুষের অধিকারে দাবিতে সবর সিপিআইএম নেতৃত্ব।আবাস যোজনায় গৃহ নির্মান প্রকল্পে গরিব মানুষের নাম অন্তভুক্তের দাবিতে ধনী ব্যক্তিদের নাম বাতিল সহ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি দাবি সহ মোট আট দফা দাবিতে মানিকচক ব্লক সিটু কমিটির তরফে মানিকচক ব্লক বিডিও-র নিকট ডেপুটেশন কর্মসূচী।জানা গেছে,সোমবার বিকাল নাগাদ মানিকচক সিপিআইএম পাটী অফিস থেকে একটি বিশাল মিছিল করে মানিকচক ব্লক বিডিও অফিসের সামনে সিপিআইএম নেতা কর্মীরা জমায়েত হন।উপস্থিন ছিলেন মালদা জেলা সিটু সম্পাদক দেবজ্যেতি সিনহা,সিপিআইএম নেতা শ্যামল বসাক সহ অনান্যরা।এদিন সিপিআইএম পার্টীর একটি প্রতিনিধি দল মানিকচক বিডিও শ্যামল মন্ডলের হাতে একটি আট দফা দাবির স্মারকলিপি তুলে দেন।ডেপুটেশনকে উওেজনা ছরিয়ে পরে এলাকা জুড়ে।মানিকচক থানার পুলিশের তরফে কড়া নিরাপত্তা চাদরে মুরে ফেলা হয়েছে গোটা বিডিও অফিস চত্বর।