পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফুলের শহর মানেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ক্ষীরাই নদীর পাড়। যেখানে হাজার হাজার ফুল মানুষকে আনন্দ উপভোগ দিয়ে চলেছে, সেই ফুলের বাগানের পাশেই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ভিড় জমিয়েছে। এমন কি বছরের প্রথম দিনে থেকেই পিকনিকে মেতে উঠেছেন পর্যটকরা। তারা নিজেরাই রান্নার সরঞ্জাম নিয়ে এসে রান্না করছেন নিজেদের মতো করে। কারো পাতে খাসি কারো পাতে মুরগির মাংস তার সাথে থাকছে নানান সবজি চাটনি সহ বিভিন্ন মেনু। এক্কেবারে ঘরোয়া ভাবে মনোরম প্রকৃতির পরিবেশে ছোট বক্স চালিয়ে তারা আনন্দ উপভোগ করছেন গাড়ি পার্কিং রয়েছে ক্ষীরাই নদীর ওপর রেল লাইনের নিচে। পিকনিকে খাওয়া-দাওয়ার পাশাপাশি নাচ গানে মেতে উঠেছেন তারা।