পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পঞ্চম তম বর্ষে পদার্পণ করল পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় দেওয়ানদিঘী থানার তরফে। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, শীত বস্ত্র প্রদানের মত সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি দুই প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল উপহার দেওয়া হয়।শুধুমাত্র তাই নয় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। এই আটটি টিম হল বিডিও একাদশ, ওসি একাদশ, রায়ান দু’নম্বর গ্রাম পঞ্চায়েত, কুড়মুন এক গ্রাম পঞ্চায়েত, বাঘার ১ গ্রাম পঞ্চায়েত , বন্ডুল ১ গ্রাম পঞ্চায়েত, ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েত, বাঘার দুই গ্রাম পঞ্চায়েত। আজ দেওয়ান দিঘী থানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল, সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, দেওয়ানদিঘী থানার ওসি দীপ্তেশ চ্যাটার্জি সহ থানার আধিকারিক বৃন্দ
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজে ব্রতী পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানা।