প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রীকে বুক ডে তে বই তুলে দিল।

0
271

আবদুল হাই, বাঁকুড়াঃ সম্পূর্ণ দুঃস্থ পরিবারের কন্যা শ্রেয়া নন্দী। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্ৰামে রাস।বাবা দিলীপ নন্দী পরের ক্ষেত খামারে জনমজুরের কাজ করে কোনমতে সংসার চালান। গতবছর ২৮ শে ডিসেম্বর শ্রেয়া নন্দীর মা ক্যানসার রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করে। শ্রেয়া নন্দীই ছিল ক্যান্সার আক্রান্ত মায়ের একমাত্র সেবিকা। এখনো নিজেকে বাড়ির সব কাজ সামলাতে হয় একা হাতে।নিজে রান্না করে তারপর বিদ্যালয়ে যায়।এখন শ্রেয়া নন্দী রাজখামার হাইস্কুলে দশম শ্রেণীতে পড়ে।আর পাঁচটা ছেলে মেয়েদের বই কেনা অনেক আগেই হয়ে গেছে। নিজের বই এখনো কিনতে না পারায় একটু হতাশ হয়ে পড়ে। এই খবর ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথ্য বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ এর কানে আসতেই বই দিবসে বই,খাতা,কলম ও ব্যাগ দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়া নন্দীর বাড়িতে পৌঁছে দেন।বুক ডে তে বই পেয়ে খুবই খুশি শ্রেয়া নন্দী। হামিদ বাবু যে প্রকৃত একজন মানুষ তার শ্রেষ্ট উদাহরণ এই কর্ম।অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও আগামী দিনের জন্য থাকলো শুভকামনা।