সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে না ফেরার দেশে পাড়ি দিতে হলো ৬৫ বছরের পৌড়কে।

0
284

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শিমূলবেড়িয়াতে পথ দূঘটনায় মৃত্যু হল এক পৌড়ের। যার জেরে পথ অবরোধ করলেন স্থানীয়রা। জানা গেছে একটি চার চাকার মারূতি গাড়ি স্থানীয় পথচলতি কালিপদ মন্ডল নামে বছর ৬৫ এর এক পৌড়কে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরূতর আহত হয় ওই ব্যাক্তি। স্থানীয়রা ওই ব্যাক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়, ওখানেই মৃত্যু হয় ওই পৌড়ের। ঘটনার পর গাড়ি চালক পলাতক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসে পৌছায় ছাতনা থানার পুলিশ। ওই আহত ব্যাক্তির ক্ষতিপূরণ ও গাড়ির চালকের উপযুক্ত শাস্তির দাবিতে পথ অবরোধ করে রাখে স্থানীয়রা। পুলিশ ঘাতক গাড়িটিকে রাস্তার সাইডে করে দিলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গাড়িটিকে আবারো রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ও ছাতনা INTTUC এর ব্লক সভাপতি শ্রীকান্ত মুখার্জি। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেবার আশ্বাস দিলে অবরোধ উঠে।