নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়।
ঘটনার বিবরনে জানা গেছে বাবলা কমলপুর এলাকার পাঠান পাড়ার কয়েকজন যুবক পিকনিক করার জন্য ডিজে নিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিলেন। সোমবার দুপুরে ফারুক শেখ বা আফজাল মোমিন নামে একাধিক ব্যক্তি মসজিদের সামনে ডিজের সাউন্ড কমানোর জন্য যুবকদের কাছে অনুরোধ করে। সেই দিন নিজের সাউন্ড কমালেও একই রকম ভাবে মঙ্গল বার সন্ধ্যে বেলা পাঠানপাড়ার বেশ কিছু যুবক প্রচন্ড জোরে সাউন্ড বাড়িয়ে সেই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। গ্রামবাসী প্রথমে ফারুক শেখ ডিজে সাউন্ড কমানোর জন্য জানালেও পাঠানপাড়ের যুবকরা ডিজে সাউন্ড কমাতে রাজি হয়নি। উল্টে মসজিদের সামনে আরো ডিজের সাউন্ড বাড়িয়ে নাচানাচি করতে থাকে। এই নিয়ে বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ জানালে এগিয়ে আসে গ্রামের এই বাসিন্দা আফজাল মুমিন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী , পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন উপপ্রধান । এছাড়াও তিনি সেই এলাকার বেশ কয়েকটি গ্রামের মোড়ল বা মুখিয়া। যেকোনো সামাজিক বিচারে তার ডাক পড়ে। এখানে ওই ব্যক্তি বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসলে পাঠানপাড়ার যুবকেরা তার সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করে এবং ধাক্কা মেরে ফেলে দেয় তারফলে মাথায় প্রচণ্ড আঘাত হলে, গ্রামবাসীরা তাকে তৎক্ষণাৎ মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মোথাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনা খবর পেয়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোথাবাড়ি থানার পুলিশ প্রশাসন।
এই ঘটনায় গোটা মোথাবাড়ি বাবলা কমলপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আফজাল মুমিনের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।