পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে জল নাড়াতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের মূলত দাবি, মানুষের ন্যূনতম যে পরিষেবার জল পরিসেবা, সেই পরিষেবা আমাদের দিতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। নলকূপ আছে জল নেই। তাই লোকের বাড়িতে থেকে জল আনতে হয় প্রায় ১০০ টি মতন পরিবার জল পাচ্ছে না বলে অভিযোগ। জল পরিষেবা এবং অন্যান্য পঞ্চায়েতের পরিষেবা দিতে গেলে মারধরের হুমকিও পর্যন্ত দেওয়া হয় গ্রামবাসীদের। এমনকি মারধর করা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। অবিলম্বে সমস্যার সুরাহা না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে জল নাড়াতে বিক্ষোভ...