পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- ১২ ঘন্টার পথ অবরোধের জেরে যান চলাচল বন্ধ,বিপর্যস্ত জনজীবন। আজ ভারত জাকাত মাঝি পারাগানা মহল রাজ্য কমিটির ডাকে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাকা জ্যাম কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচী সফল করতে সকাল থেকেই পথে নামে সংগঠনের সদস্যরা। পুরুলিয়া জেলার নিতুরিয়া সাঁতুড়ী সহ জেলার বেশ কিছু জায়গায় রাজ্য সড়ক অবরোধ করে। সকাল থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সংগঠনের অন্যতম নেতা রাজেন টুডু জানান আদিবাসীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, ঠুড়গা প্রজেক্ট, দেওচা পাচামী বন্ধ, আদিবাসী শিক্ষক নিয়োগ সহ ১২ দফা দাবীতে এই কর্মসূচি। দাবী আদায় না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন হবে। সাধারণ মানুষ আমাদের নায্যদাবীর কথা মাথায় রেখে এই ভোগান্তির কথা ভুলে আমাদের পাশে থাকবেন এই আবেদন জানাচ্ছি।