নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঐশী দে ব্যারাকপুরের বাসিন্দা বর্তমানে মাদ্রাসে মেরিট স্কলারশিপ নিয়ে এম এসসি চূড়ান্ত বর্ষে পাঠরতা। ছোটবেলায় ব্যারাকপুর মডার্ন ইংলিশ একাডেমি থেকে পড়াশুনা শুরু।লোয়ার নার্সারী থেকে পড়াশুনা শুরু ।এই স্কুলে পড়াশুনার সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ সেমিনার কুইজ এসসি ক্যাম্প এ প্রজেক্ট প্রেজেনটেশন এ প্রথম ও দ্বিতীয় হয়।সেন্ট জেভিয়ার্স কলেজে বিএসসি কেমিস্ট অনার্স নিয়ে ভর্তি হয়ে সুযোগ পেয়ে যাদবপুর কেমিস্ট অনার্স এ চলে যান।সেখানে 1st ক্লাস পাওয়ার পর I.I.T_JAM পরীক্ষা দিয়ে I.I.T সুযোগ পাই ঐশী দে সেই সময় I.I.SCব্যাঙ্গালোর এ সুযোগ পেয়ে offer letter পাই কিন্তূ সে I.I.T মাদ্রাস M.SC নিয়ে ভর্তি হয়।সেখানে যেমন স্কলারশিপ পাচ্ছেন পাশাপাশি তৃতীয় সেমিস্টার চলাকালীন U.S.A কয়েকটি নামকরা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ এর সুযোগ পেয়েছে।তার ভবিষ্যতে ইচ্ছা বিদেশ থেকে Ph.D করে রিসার্চ করে ভারতবর্ষে কিছু করতে পারে।তিনি যদি দেশের জন্য কাজে লাগতে পারেন সেটা তার স্বপ্ন ।তার সফলতার পেছনে বাবা, মা, স্কুলের ও ইউনিভার্সিটি শিক্ষক, শিক্ষিকাদের অবদান সব থেকে বেশী।