নিজস্ব সংবাদদাতা, মালদা, ৫ জানুয়ারি:- একাধিক দাবি-দাওয়া নিয়ে মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারক পত্র জমা দিল “ভেক্টর বন ডিসিস কন্ট্রোল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের” সদস্যরা (ভিবিডিসি)। বৃহস্পতিবার দুপুরে মালদা শহর জুড়ে এই সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মালদা জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে মূলত পতঙ্গবাহিত রোগ নিধনের ক্ষেত্রে ভিবিডিসি’র কর্মীরা সংশ্লিষ্ট পঞ্চায়েতের তরফ থেকেই কাজ করে থাকেন। পতঙ্গবাহিত রোগ নিধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা। ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষের মধ্যে প্রচার গড়ে তোলা। এছাড়াও বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে সচেতনতামূলক কাজ প্রতিটি পঞ্চায়েত স্তরে এই ভিবিডিসি’র কর্মীরা করে থাকেন । কিন্তু তাদের বর্তমান পরিস্থিতিতে একাধিক সমস্যা তৈরি হয়েছে। আর সেই সমস্যা সমাধানের দাবিতে এই বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে জুড়ে ভিবিডিসি’র কর্মীরা বিশাল একটি রেলি করেন । এরপরই মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে স্মারকলিপি প্রদান করেন।
ভিবিডিসি’র মালদা জেলার সম্পাদক সঞ্জয় মন্ডল বলেন , এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের পূর্ণাঙ্গ সাম্মানিক দিতে হবে। স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি পঞ্চায়েত স্তরে ভিবিডিসি’র কর্মীরা যাতে ৩০ দিন কাজ পায়, তার ব্যবস্থা করতে হবে । এছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের পরিচয় পত্র দিতে হবে। এরকম দশ দফা দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা জেলাশাসকের কাছে স্মারক পত্র জমা দিল “ভেক্টর বন ডিসিস কন্ট্রোল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের”...