পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান জেলা আদালতের ল ক্লার্কসরা তাদের ১৫ দফা দাবি নিয়ে বর্ধমান কোর্ট চত্বর এলাকায় এক মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বিপদ তারন রায় জানান আগামি ১৩জানিয়ারি ১৫দফা দাবির ভিত্তিতে আমারা আদালত চত্বর প্রশাসনিক চত্বর ও এবং ভূমি সংস্কার দপ্তর এই তিনটি দপ্তরে সারা পশ্চিমবাংলা ব্যাপি পেন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।তাদের দাবিগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অবিলম্বে ওয়েষ্ট বেঙ্গল ল ক্লার্কস এ্যাক্টটি সংশোধন ও সংযোজন করতে হবে,রাইট টু এ্যাক্ট অবিলম্বে সম্পূর্ণরুপে কার্যকরি করতে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে,ল’ ক্লার্কসদের জন্য সরকারিভাবে ওয়েলফেয়ার প্রকল্প চালু করতে হবে এইরকম আরও অনান্য দাবি নিয়ে তারা এই মিছিলে পা মেলান ।সবশেষে তিনি বলেন এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান জেলা আদালতের ল ক্লার্কসরা একত্রিত হয়ে...