পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২রা জানুয়ারি দলীয় কর্মসূচি ঘোষণা করেন। যার নাম দিদির সুরক্ষা কবচ। মোট ১৫ টি প্রকল্প নিয়ে দিদির দূত গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। তাদের মূল কাজ হল এই ১৫ টি প্রকল্পের সুবিধা মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা। ১১ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন ব্লকে চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের সাথে আরো বেশি পরিমাণে জনসংযোগ বাড়ানো। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক ও সংসদরাও এই কর্মসূচি অংশগ্রহণ করবেন। সেই মর্মেই আজ বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান এক নম্বর ব্লকের দেওয়ানদীঘি তৃণমূল কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করা হয় এবং দিদির সুরক্ষা কবচ এই কর্মসূচি সূচনা করা হয়। এই বিষয়ে আলোকপাত করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। পাশাপাশি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সাংবাদিক বৈঠক শেষে কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। এদিনের এই সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা, বর্ধমান দু’নম্বর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সনৎ মন্ডল, বর্ধমান দু’নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শরিফুল মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।