বন দফতরে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে রাজাভাতখাওয়া এন আই সি তে শুক্রবার থেকে শুরু হল বক্সা বার্ড ফেস্টিবল।

0
410

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ বন দফতরে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে রাজাভাতখাওয়া এন আই সি তে শুক্রবার থেকে শুরু হল বক্সা বার্ড ফেস্টিবল চলবে আগমী ৯ জানুয়ারি অবধি। এবছর বক্সা বার্ড ফেস্টিবলে ৪০ জন অংশগ্রহণ করেছে এর মধ‍্যে পক্ষীপ্রেমী আছে ২২ জন এছাড়া পরিবেশপ্রেমী, পক্ষী বিশেষজ্ঞ ও বিঞ্জানীরা আছে। একদিন প্রতিদিন সকাল থেকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছয়টি রুটে পাখি খোঁজা শুরু হবে। বক্সা জঙ্গলে ইতিমধ্যে ৪০০ টি প্রজাতির পাখি সন্ধান মিলেছে এবছর ও আরো কিছু নতুন পাখি সন্ধান মিলবে বলে আশাবাদী বনদফতর।