দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা বিজেপি তরফে যে ৩রা জানুয়ারি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছিলেন জেলা বিজেপি কার্যালয়ের ঢিল ছেরা দূরত্বে একটি ফেস্টুনকে দুষ্কৃতীরা ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ পাশাপাশি জায়গায় বিজেপির ফ্ল্যাগ গুলোকে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির তরফে সেই কারণেই জেলা বিজেপির টাউন মন্ডল এর সভাপতি সমীর প্রসাদ দত্ত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানালেন এবং তিনি আরো বলেন তেশরা জানুয়ারি সভা দেখে তৃণমূলে ভয় পেয়েছে, সেই কারণেই আজ পাল্টা সভা তাদের তবে তাতে কোন লাভ হবে না এই বিষয়ে তৃণমূলের টাউন প্রেসিডেন্ট দেবাশীষ কর্মকার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি আরো জানান যে বিজেপি এর আগে সায়নী ঘোষের সভাতে জনসমর্থন দেখে ভয় পেয়েছে সেই কারণেই ভিত্তিহীন কথা বলছেন
Home রাজ্য উত্তর বাংলা বিজেপি কার্যালয়ের ঢিল ছেরা দূরত্বে একটি ফেস্টুনকে দুষ্কৃতীরা ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলার...