রাতভোর হাতিম তাণ্ডবে মৃত্যু হল ৩ গবাদি পশুর,ফসলের ক্ষতি কয়েকশো বিঘা, মাথায় হাত চাসীদের।

0
216

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাতভর হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল কয়েকশো বিঘার জমির ফসল, হাতির হানায় মৃত্যু হল তিন গবাদি পশুর, আহত আরো চার গবাদি পশু, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়কাটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ২৫ থেকে ৩০ টি হাতির একটি বড় দল তান্ডব চালায়, এই তান্ডবের ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘার জমির ফসল, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার চাষীরা, পাশাপাশি এলাকার চাষীদের অভিযোগ হাতি গুলিকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেনি বনদপ্তর,তাই তাদের মনে ক্ষোভ বাড়ছে যথেষ্টই, ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।