খুদে কয়েকজন চাঁদা তুলছে ডিজিটাল ইউ পি আই এর মাধ্যমে।

0
534

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: খুদে কয়েকজন ছাত্রকে রাস্তায় সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে দেখে অনেকেই তেমন পাত্তা দেন না। সবসময় চেষ্টা করেন পাড়ার গলির ভেতরের এই পুজোর চাঁদা না দিয়ে, যে কোন অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়ার । কিন্তু আলিপুরদুয়ার জেলার বারবিশার শিবডাঙ্গা কৃষ্ণনগর এলাকার নেতাজি সংঘের খুদে পুজো উদ্যোক্তাদের আপনি কোন ভাবেই সেই বোকা বনে যাওয়াদের দলে ফেলতে ভুল করবেন না কখনোই। ওই রাস্তা দিয়ে যদি আপনি একবারও যান ,সরস্বতী পুজোর চাঁদা না দিয়ে যাবার উপায় নেই আপনার। কারণ খুচরো পয়সা বা সঙ্গে নগদ টাকা না থাকার কোন অজুহাতই তাদের সামনে টিকবে না। বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এবার তারা তাই অনেক সতর্ক। বুদ্ধিখাটিয়ে অজুহাত এড়ানোর উপায় তারা খুঁজে নিয়েছে এবার পুজোর চাঁদা আদায় করার ক্ষেত্রে। কারণ তারা এবার চাঁদা তুলছে ডিজিটাল ইউ পি আই এর মাধ্যমে। তারা জানে বর্তমান সময়ে প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্ট ফোন,আর নোটবন্দির পর ইউ পি আই ব্যাবহার করে সবাই। তাই এই পথ ধরে চাঁদা আদায়ে নেমেছে তারা। যে যাই দিচ্ছে খুশি হয়ে তারা তাই গ্রহণ করছে ,কিন্তু ছাড় নেই কারোরই। চাঁদার টাকা জমা হচ্ছে এক সদস্যের মায়ের একাউন্টে, পুজোর আগে তা তুলেই বিদ্যদেবীর আরাধনা সম্পন্ন করবে এই বুদ্ধিমান খুদে পড়ুয়ারা।