ছাত্র সপ্তাহ উপলক্ষে ‘নতুন দিশা’ নামে দেওয়াল পত্রিকা প্রকাশ।

0
385

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্যজুড়ে সমস্ত বিদ্যালয়ে নতুন বছরের প্রথম সপ্তাহটিকে ছাত্র সপ্তাহ হিসেবে পালন করার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ অনুযায়ী বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালন করা হয়। আজ ‘ছাত্র সপ্তাহের ‘ পরিসমাপ্তি হল মেটেলা উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। ছাত্র সপ্তাহ উপলক্ষে শিক্ষাবিদ্ অমিয় চ্যাটার্জির কন্যা তথা বিশিষ্ট সমাজসেবী রুপালি ভট্টাচার্যের হাত ধরে কচিকাঁচাদের সৃষ্টি ‘নতুন দিশা’ নামে দেওয়াল পত্রিকা প্রকাশ করা হল। উল্লেখ্য, বর্তমান ডিজিটাল যুগে ছাত্রছাত্রীদেরা সোস্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু লেখার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ কমে যাচ্ছে। তাই লেখার প্রতি আগ্রহ বাড়াতে মেটেলা উচ্চ বিদ্যালয়ের এই অভিনব প্রয়াস। এদিন বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠান মঞ্চে কবিতা, সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রদর্শন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল, সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশের স্বার্থে আমাদের এই প্রয়াস। ছাত্র সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেণ্টে যোগদানকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।