দাউ দাউ করে জ্বলে উঠলো শুশুনিয়া পাহাড়, আতঙ্কিত পর্যটক।

0
369

আবদুল হাই, বাঁকুড়াঃ শীতের মরসুমে বছরের প্রথম দিন থেকেই শুশুনিয়া পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। দু’বছর কোভিডের পর প্রচুর পরিমাণে দূরদূরান্তের পর্যটক আসতে শুরু করায় আশাবাদী ব্যবসায়ীরাও। কিন্তু হঠাৎ করেই শুশুনিয়া পাহাড়ে আগুন লাগায় আতঙ্কিত পর্যটকেরা। আজ দুপুর নাগাদ শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ জুড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। কিভাবে লেগেছে আগুন তা নিয়ে দ্বন্দ্বে বনদপ্তরের কর্মীরাও। ইতিমধ্যেই বনদপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। প্রতিবছরের মতো এ বছরও আগুন লাগার ফলে বন ও বন্যপ্রাণী ব্যাপক পরিমাণে ধ্বংস হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ছাতনা ফরেস্ট রেঞ্জার ইসা বোস।