দিদি সুরক্ষা কবচ কি তা নিয়ে সাধারণ জনগণের কাছে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি পাঁচলার বিধায়ক।

0
296

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দিদির সুরক্ষা কবচ নিয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হলেন দিদির সুরক্ষা কবচ কি তা জানানোর জন্য। গত 2 রা জানুয়ারী নজরুল মঞ্চে সভা হয় সেই সভায় এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপর থেকে একদম নিচু তলার তৃণমূল স্তরের নেতৃত্বরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে । সাংসদ থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক ব্লক লেবেল এবং পঞ্চায়েত স্তরে বুথ পর্যন্ত তৃণমূল নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করবে। তৃণমূলের কথায়, রাজ্যের সকল ক্ষেত্রকে মজবুত ও শক্তিশালী করে তুলেছে ‘দিদি’র যুগান্তকারী যে সকল প্রকল্প সেই সকল জনমুখী প্রকল্প গুলি একত্রিত হয়ে সামগ্রিকভাবে তৈরি করেছে সাধারণ মানুষের কাছে এক সুরক্ষা বলয় । সেই সুরক্ষা বলয় থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তারই জন্য এই দিদির দূত প্রকল্প তৈরি । এই সুরক্ষা কবচের মধ্যে প্রত্যেক মানুষ তাদের সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা তা দেখার জন্য তৃণমূল কর্মীরা বাড়ির বাড়ি গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন দিদি। সেই বিষয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন।