দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রেমের টানে পাঞ্জাবে পাড়ি দিয়েছিল এক নাবালিকা। আর সেই নাবালিকাকে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা থেকে উদ্ধার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, ঐ নাবালিকার সাথে ফেসবুকে পরিচয় হয় উত্তর প্রদেশের একটি ছেলের। তারপর তাদের মধ্যে প্রেম হয়। তাই ঐ নাবালিকা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। কোনো কিছু উপেক্ষা না করে টিউশন যাওয়ার নাম করে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে যায় বছর ১৬’র দশম শ্রেনীতে পাঠরত নাবালিকা। গত ২৩ সেপ্টেম্বর দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। গত ডিসেম্বর মাসে একটি ছেলের ফেসবুক আইডি ট্র্যাক করে সঠিক ঠিকানার খোঁজ পায়। তারপর দুবরাজপুর থানার পুলিশ তিন সদস্যের একটি টিম গঠন করে ২০২৩ সালের ১ লা জানুয়ারি রওনা হয় পাঞ্জাবের লুধিয়ানার উদ্দেশে। সেই টিমে ছিলেন দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষ, একজন কনস্টেবল ও একজন মহিলা কনস্টেবল। তাছাড়াও ঐ নাবালিকার বাবাও ছিলেন। দুবরাজপুর থানার পুলিশ ৩ জানুয়ারি লুধিয়ানায় ঐ নাবালিকার ঠিকানায় পৌঁছয়। তারপর সেখান থেকে নাবালিকাকে ৭ জানুয়ারি ভোর নাগাদ দুবরাজপুর থানায় উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। আজ ঐ নাবালিকাকে গোপন জবানবন্দির জন্য দুবরাজপুর আদালতে পেশ করা হয়।