পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলায় মদ বন্ধের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সভা ছিল শুভেন্দুর। এই সভায় উপস্থিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ইন্দ্রনিল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। সেই সভাতেই শুভেন্দু বলেন, বাংলায় মদ বন্ধের জন্য এই বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে।শুভেন্দু যাঁদের রাজনৈতিক গুরু বলে মানেন সেই নরেন্দ্র মোদী-অমিত শাহর রাজ্য গুজরাতে বহুদিন ধরেই মদ নিষিদ্ধ। বাংলার প্রতিবেশী রাজ্য বিহারেও মদ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কৌতূহলের বিষয় হল, বাংলায় কি সেই ধারাই শুরু করতে চাইছে বিজেপি?
তিনি বলেন, ‘২৮ টাকায় মহুলের মদের বোতল, আর ডিয়ার লটারি? এটাই কি বাংলার বর্তমান আর ভবিষ্যত্? তাই মায়েরা জোট বাঁধুন। মদ বন্ধ করতে রাস্তায় নামুন। বাংলায় মদ বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে’। তবে শুভেন্দু এবং সুকান্ত দুজনেরই বক্তব্যের মেন উদ্দেশ্য ছিল পঞ্চায়েতে রাজ্য সরকারকে বিতাড়িত করা।
Home রাজ্য দক্ষিণ বাংলা ‘বাংলায় মদ বন্ধের দাবি শুভেন্দুর, চন্ডিপুরের সভা থেকে মহিলাদের আন্দোলনে নামার ডাক...