সুরক্ষা কবজ সম্পর্কে আজ এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নদীয়ার শান্তিপুরের শহর তৃণমূল কংগ্রেস ভবনে।

0
284

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী গড়ে তুলতে এবং বিরোধী শক্তিকে ভেঙে চুরমার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অস্ত্র দিদির সুরক্ষা কবজ। এই সুরক্ষা কবজ সম্পর্কে আজ এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নদীয়ার শান্তিপুরের শহর তৃণমূল কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন,শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। যদিও সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে দিদির রক্ষা কবজ নিয়ে সবটাই তুলে ধরেন তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। ইতিমধ্যে দুটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষা কবজ নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে দিদির দূতেরা। দায়িত্ব সামলাবেন যুব নেতৃত্ব থেকে শুরু করে মাদারস এবং শাখা সংগঠনিক যারা রয়েছেন প্রত্যেকেই। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে দিদির এই সুরক্ষা কবজ বিরোধীদের কি কোণঠাসা করতে পারে তা শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে নির্বাচন এগিয়ে আসলেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন বিরোধীদের হেভি ওয়েট নেতারা। দিদির সুরক্ষা কবজে থাকছে নতুন চমক, এবার শুধু মানুষের বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজ নয়, মানুষের খুঁটিনাটি সমস্যা জানতে এবং তাদের অভাব অভিযোগ দীর্ঘ সময় শোনার জন্য রাত্রি বাস করবেন নেতৃত্ব। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বিধায়ক এক গুরুত্বপূর্ণ বার্তা দেন, দিদির সুরক্ষা কবজ কর্মসূচি চলাকালীন কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, তা দেখা হবে না। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েই এই কর্মসূচি পালন করা হবে। এছাড়াও প্রায় ১৫ টি প্রকল্প থাকছে দিদির সুরক্ষা কবজের মধ্যে। প্রতি টিমে থাকছে পাঁচজন করে প্রতিনিধিদল।