নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বন দপ্তরের। ফের একবার বন দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শাল ও টিক কাঠ বাজেয়াপ্ত করা হল। গোপন সূত্রে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও জটেশ্বর ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালানো হয় ফালাকাটা ব্লকের মালসাগাঁও এলাকায়। ওই এলাকার একটি বাড়িতে কাঠ লুকিয়ে রাখা ছিল। সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ প্রায় ২০০ সিএফটি। উদ্ধার হওয়া কাঠ আনুমানিক বাজার মূল্য ৩/৪ লাখ টাকা। আগামী দিনেও এই অভিযান চলবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।