কোন দুর্নীতিকেই সমর্থন করে না তৃণমূল “দিদির সুরক্ষা কবজ” কর্মসূচি থেকে বার্তা মন্ত্রী বিপ্লব মিত্রের।

0
157

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দিদির সুরক্ষা কবজ কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।
রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর তরুণ সংঘ প্রাঙ্গনে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিকে সামনে রেখে এই সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার, বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি হাতেম আলী, বুনিয়াদপুর শহর তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ দাস, জেলা তৃণমূল নেতা সরফরাজ আলী, সহ হরিরামপুর বিধানসভার প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা। মন্ত্রী বিপ্লব মিত্র এই দিন আবাস দুর্নীতি প্রসঙ্গে বলেন। “আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে, পাশাপাশি বিপ্লব মিত্র আরো বলেন তবু যে কোন দুর্নীতির অভিযোগ উঠলে তিনি যত বড়ই দলীয় পদাধিকারী হোক না কেন দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।” সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সেবায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। রবিবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দূর দূরান্ত থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।