জলপাইগুড়ি হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন মোহিতনগর ক্ষুদ্র চা চাষি সমিতির সদস্যরা।

0
316

জলপাইগুড়ি,নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার উদ্যোক্তাদের তরফে এই প্রথম এক রক্তদান শিবির এর মধ্য দিয়ে ক্ষুদ্র চা চাষি সমিতির পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মোহিতনগর মহন্ত পাড়া নেতাজি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। এই রক্তদানে পুরুষ এবং মহিলা সহ এলাকার মানুষজন এগিয়ে এসেছেন।জলপাইগুড়ি মেডিকেল কলেজ সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের ডাক্তার এবং কর্মীদের উপস্থিতিতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই বার্ষিক সাধারণ সভা থেকে উদ্যোক্তাদের তরফে মোতিতনগর ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিশ্বজিৎ মহন্ত জানান, কাঁচা চা পাতার সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য সরকারের কাছেও আবেদন করেন তারা। উদ্যোক্তারা আরও জানান, চা এর প্রোডাকশন অনুযায়ী তারা সঠিক দাম পাচ্ছেন না।