নিজস্ব সংবাদদাতা, মালদা:—–ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মুদিখানার দোকান ও গোয়ালঘর । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা অঞ্চলের নয়াটোলা বুথে মুদি ব্যবসায়ী হাকিম উদ্দিনের দুই ঘরে l ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে গ্রামবাসীদের সহযোগিতায়l দমকল কে খবর দেওয়া হলেও দেরি করে আসে এবং দমকলের জলের মেশিন খারাপ lদমকল আধিকারিকদের এমন কার্যকলাপ দেখে স্থানীয় গ্রামবাসীরা দমকল আধিকারিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েl তুমুল উত্তেজনা সৃষ্টি হয়l পরবর্তীতে ছুটে আসে দমকলের আরেকটি ইঞ্জিন এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়l হাকিমউদ্দিনের ভাইপো শেখ সাজেরুল ইসলাম বলেন,দমকলকে জানানো হলেও দেরি করে আসে এবং দমকলের কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায়নি গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে l যদিও এমন ঘটনা নিয়ে দমকল আধিকারিক রা সংবাদ মাধ্যমের মুখোমুখি কোন মন্তব্য করতে চাননি।