নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- যাত্রী উঠানো কে কেন্দ্র করে বচসা।ক্ষুদ্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকেরা।রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচল
-হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের নজরুল বাস টার্নিমিনাস চত্বরে।ঘটনায় ম্যাক্সি চালককে মারধরের অভিযোগ তোলেন টোটো চালকের বিরুদ্ধে।আহত ম্যাক্সি চালক রজিত আলীকে(৫৩) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।টোটো চালক সানু সরকারকে চাঁচল থানার পুলিশ আটক করে তদন্ত শুরু করেছে।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বরুপগঞ্জ লাইনের চেনে টোটো চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করে।সেখানেই যাত্রী উঠানোকে কেন্দ্র টোটো চালকের সাথে ম্যাক্সি চালকের বচসা হয়।
অভিযোগ,টোটো চালকেরা বেনিয়ম ভাবে যাত্রী তোলে।যার ফলে যানজটও সৃষ্টি হয়।এদিন ম্যাক্সি থেকে যাত্রী নামিয়ে টোটোতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।প্রতিবাদ করতে গেলেই টোটো চালক ম্যাক্সি চালককে মারধর করে বলে অভিযোগ।সেই মুহুর্তে জাতীয় সড়কে অটো দাড় করিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন অটো সহ ম্যাক্সি চালকেরা।অবরোধ তুলতে গেলে ট্রাফিক ওসি চন্দন দে কে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।অবশেষে আধ ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশ ও ট্রাফিক ওসির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।পুলিশ ঘটনাস্থল থেকে টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায়।টোটো চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান,ম্যাক্সি চালক সমিতির সম্পাদক কাদের খান।
যদিও ম্যাক্সি চালকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টোটো চালক সানু সরকার।তিনি বলেন,ওরা অনেকজন আমি একাই।কিভাবে মারধর করলাম।ওরা গায়ের জোর দেখাচ্ছে।