লোন দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে নথি হাতিয়ে এবং সেই নথি দেখিয়ে নতুন ব্যবসা করার ঘটনা সামনে এলো রানাঘাটে।

0
250

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লোন দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে নথি হাতিয়ে এবং সেই নথি দেখিয়ে নতুন ব্যবসা করার ঘটনা সামনে এলো রানাঘাটে। এবিষয়ে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছে প্রতারিতরা। রানাঘাট ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথ। তিনি বলেন ফেসবুকের ঋণ দেওয়া সংস্থার বিজ্ঞাপন দেখে তিনি এবং আরও বেশ কয়েকজন নথিপত্র জমা দেন ওই সংস্থায়। কিন্তু কিছুদিন পর থেকেই ওই ভুয়ো সংস্থা গায়েব হয়ে যায়।তারপর দেখা যায় সেই নথি গুলি দেখিয়ে নতুন ব্যবসা শুরু করেছে ওই ভুয়ো সংস্থা।অভিযোগের পরিপ্রেক্ষিতে
এবিষয়ে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।