নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে রানাঘাট বনগাঁ শাখায় একটি ট্রেনের দাবি ছিল সাধারণ মানুষের।অবশেষে সেই দাবি মেনে সোমবার উদ্বোধন হলো রানাঘাট বনগাঁ শাখায় একটি ইএমইউ কোচের। এদিন রানাঘাট স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন হয়। বারো বগীর এই ইএমইউ কোচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।রানাঘাট বনগাঁ শাখায় নতুন ট্রেনের উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি মুখ্যমন্ত্রীকে বাংলার সাড়ে দশ কোটি মানুষকে বিভ্রান্ত না করার পরামর্শ দিলেন।একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্পত্তি বলেছিলেন পুরনো ট্রেনকে রং করে বন্দে ভারত চালানো হচ্ছে। যার ফলে প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে দেশকে অপমান করা হচ্ছে।