দিদির সুরক্ষা কবচ সফল করার ডাক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদের।

0
224

আবদুল হাই, বাঁকুড়াঃ সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া কর্মসূচি দিদি সুরক্ষা কবচ। রাজ্য সরকারের ১৬ টি প্রকল্পকে নয়া মোড়কে প্রচার করার জন্য শুরু হয়েছে এই প্রকল্প। লক্ষী ভান্ডার,কৃষক বন্ধু,বিধবা ভাতা,জয় বাংলা,কন্যাশ্রী, শিক্ষাশ্রী,স্বাস্থ্য সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে খাদ্য সাথী, ঐক্যশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছেছে কিনা, না পৌঁছলে কেন হয়নি এই সমস্ত কিছু হালহকিকত যাচাই করতেই প্রায় সাড়ে তিনলাখ কর্মী বা ভলান্টিয়ারকে মাঠে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, আবাস,খাদ্য এবং উপার্জন এই ছয়টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এই নতুন কর্মসূচিতে। এই কর্মসূচির জন্য দিদির দুত নিযুক্ত করা হয়েছে। একটি অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু পরিচালনা হবে। আজ সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেতৃত্বদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ।
এই কর্মসূচি আগামী ১১ ই জানুয়ারি থেকে শুরু হবে
বলে জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।
এদিন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি সুব্রত দত্ত,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত, মহিলা নেত্রী রুনু মেটে,মোল্লা নাসের আলি থেকে শুরু করে সকল অঞ্চলের সভাপতি সহ অন্যান্য কর্মীবৃন্দ।