পুলিশ ও প্রশাসনকে জুতো মারার হুঁশিয়ারি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর, বিডিও কে পায়খানা প্রস্বাব বন্ধের হুঁশিয়ারি বিধায়ক অমরনাথ শাখার।

0
202

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পঞ্চায়েত সমিতি ও পুলিশকে জুতো মারার হুঁশিয়ারি দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরের বিডিও অফিসে ডেপুটেশনের ডাক দেয় বিজেপি। ওই ডেপুটেশনে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, পঞ্চায়েত সমিতি ও পুলিশকে বলছি এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্স পরিবর্তন করার চেষ্টা করে বা মনে করেন মানুষকে ভোট দিতে দেবেন না তাহলে আমরা জুতো মারব। আবাস যোজনা নিয়ে এদিন প্রশাসনিক আধিকারিকদের হুঁশিয়ারি দিতে দেখা যায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকেও। বাঁকুড়া দু নম্বর ব্লকের একড়াবাদ গ্রামে আয়োজিত একটি কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে বক্তব্য রাখেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সেই বক্তব্যের মাঝেই অমরনাথ শাখা বলেন, ” পঞ্চায়েতে নয় আবাস যোজনায় বাড়ি পেতে চাইলে বিডিও এসডিও দের ঘরে চাবি দিয়ে রাখতে হবে। বিডিওকে পায়খানা প্রস্বাব বন্ধ করে দিতে হবে। এই ভাবে অত্যাচার চালালে প্রকৃত প্রাপকরা বাড়ি পাবেন”।