বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক পাগল কুকুরকেউদ্ধার করা হলো।

0
191

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক পাগল কুকুরকেউদ্ধার করা হলো। জানা যায় বেশ কিছুদিন ধরে ওই পাগল কুকুরএলাকায় আতঙ্কের সৃষ্টি করছিল। পথ চলতি মানুষদের তখন কামড়াচ্ছিল। ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর বালুরঘাট পৌরসভায় খবর দিলে বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান দমকল অফিস ও একটি রেস্কিউ টিমকে খবর দিলে তারা এসে পাগল কুকুরটি কে দীর্ঘক্ষন আটক করেন।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান এলাকায় কয়েক দিন ধরে পাগল কুকুরটি পথ চলতে মানুষদের যখন তখন কামড় দিয়ে বেড়ছে।ওই পাগল কুকুরের জন্য আতংকিত হয়ে পড়ে ছিল ১১নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আতংকিত হয়েপড়ে ওই ওয়ার্ডের বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলর কে জানালে তিনি চ্যায়ার ম্যানের কানে দিলে পৌরসভার রেসকিউ টিম পাঠিয়ে ও সমাজসেবি সংস্থার কর্ন্ধার৷ মাহি ফৌজদার ও মিনিঊসিপ্যালিটির কর্মী দের প্রচেষ্টায় ওই পাগল কুকুর টিকে উদ্ধার করে পৌরসভায় আনা হয় বলে জানাযায়।
বাইট১) মাহি ফৌজদার ২)অশোক মিত্র চেয়ারম্যান