নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—আগে রাস্তা, সেতু তারপরে ভোট। এমনি দাবীতে মালদাজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ দেখালেন হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক মহিলারা। দীর্ঘদিন ধরে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর , জগন্নাথপুর বেহাল রাস্তা ও একটি পাকা সেতুর অভাবে চলাচলে দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট পঞ্চায়েত ও ব্লক প্রশাসনে বিষয়টি জানিয়েও কোন লাভ না হওয়ায় অবশেষে সোমবার দুপুরে এলাকার শতাধিক প্রমীলা বাহিনী হাতে প্ল্যাকার্ড নিয়ে মালদা শহরে এসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান।
উল্লেখ্য, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত এলাকাটি জেলার দুর্গম এলাকা হিসেবে পরিচিত এবং হবিবপুর ব্লকটি আদিবাসী অধ্যুষিত। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাদের বক্তব্য, দীর্ঘ কয়েক দশক ধরে কাঁচা মাটির রাস্তায় চলাচলে চরম সমস্যা তৈরি হয়েছে। পূর্ত দপ্তরের তরফ থেকে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় প্রায় ২৫ কিলোমিটার নতুন রাস্তা তৈরি এবং পাকা সেতুর করা হবে বলেও বোর্ড বসিয়েছে। কিন্তু তারপর আর কোন কাজ হয় নি। কোনো কোনো সময় প্রশাসনের কর্তারা এসে এলাকায় একটি ছোট মাপের পাকা সেতু করার জন্য মাটি পরীক্ষা করে গিয়েছেন। কিন্তু তারপরে এই বেহাল পরিস্থিতির হাল ফেরে নি। এই পরিস্থিতি চলতে থাকলে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের চলাচলের সমস্যা আরো বেড়ে যাবে। স্কুলের ছেলে মেয়েরাও নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে। তাই এদিন জেলাশাসকের নজরে বিষয়টি জানানো হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা মালদাজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ দেখালেন হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত...