হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া শুরু শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে।

0
204

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা ভাইরাস। তাই হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ নিয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যুদ্ধকালীন তৎপরতা নিয়ে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর ও দুবরাজপুর পৌরসভার যৌথ উদ্যোগে হাম ও রুবেলা ভ্যাকসিনেশন দেওয়া শুরু হল দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। এই বিদ্যালয়ের ৭৫০ জন ছাত্রকে হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে। আজ সূচনার দিনে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক সালমান মণ্ডল, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা সারদা বিদ্যাপীঠের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ আর অনেকে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানা যায়, ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সব শিশুদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। যাতে করে ভাইরাস জনিত এই দুটো রোগকে দূরে রাখা যায়। সেই জন্য পাঁচ সপ্তাহ ব্যাপী একটি কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ও ইউনিসেফ। প্রতিটি ব্লক, পঞ্চায়েত, জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা সকলকে আগে থেকেই সচেতন করা হয়েছে। পাশাপাশি যাঁরা ভ্যাকসিন দেবেন তাঁদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাই আজকে দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে ভ্যাকসিন দেওয়া শুরু হল। ধাপে ধাপে চলবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ।