দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক আর স্মার্ট ফোনের দৌরাত্ম্যে এখনকার কচিকাঁচারাও মাঠমুখো হতে চায় না।অন্তত এমন কথাই শোনা যায়।কিন্তু খেলার প্রতি ছোটোদের আকর্ষণ বরাবরের।উপযুক্ত পরিবেশ আর উৎসাহ পেলে তারা স্মার্ট ফোনের ঘরকুনো অভ্যেস ছেড়ে মাঠের টানে ফিরবে। সেই ভাবনাকে সামনে রেখেই প্রতিবছরের মতো এ বছরও বীরভূম জেলার দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কচিকাঁচাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন মোট ২৮ টি ইভেণ্ট রাখা হয়েছিল আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে। ১০০ মিটার দৌড়, বেলুন দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড় সহ নানান ইভেণ্টে অংশগ্রহন করে ছাত্রছাত্রীরা। প্রতিটি ইভেণ্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। বিগত দু’বছর করোনা অতিমারীর জন্য সমস্ত বিদ্যালয় বন্ধ ছিল। ফলে ছাত্রছাত্রীরা ঘরের মধ্যেই আবদ্ধ ছিল। তাই শিক্ষার পাশাপাশি খেলাধূলাও জরুরি। ক্রীড়া বা খেলাধূলা শিক্ষার অঙ্গ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, জয়-পরাজয়ে সহজ ভাবে গ্রহণ করা প্রভৃতি গুণ ক্রীড়ার মাধ্যমে অতি সহজে অর্জিত হয়। আর এই গুণগুলো জীবন পথে চলার জন্য খুবই অপরিহার্য বলে জানালেন আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন এই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা।