এতদিন লোকের বাড়ি ঘর চুরি হচ্ছিল,এখন ডেডবডিও চুরি হয়ে যাচ্ছে,খুব চিন্তার বিষয় আছে আইনশৃঙ্খলা বলে কিছু নেই,খড়গপুর থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

0
288

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  এতদিন লোকের বাড়ি ঘর চুরি হচ্ছিল, এখন ডেডবডিও চুরি হয়ে যাচ্ছে। খুব চিন্তার বিষয় আছে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । পুলিশ এখন পার্টির কাজে আর নেতাদের বাচাতে ব্যস্ত আছে, প্রসঙ্গত পিস ওয়াল্ডে, দেহ মিলল শ্মশান ঘাটে, এই ঘটনা নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল শহরে প্রাতঃভ্রমণের পর চা পে চর্চায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ,
অন্যদিকে বিচারপতি মান্থার এজ্লাস ও বাড়ির বাইরে পোস্টার ও বিক্ষোভের ঘটনা নিয়ে তিনি বলেন, এতদিন পর্যন্ত টিএমসি কোথাও সেটিং করত কোথাও ভয় দেখা তো দিয়ে নেতাদের বাঁচাতে । এই যে দুর্নীতির পাহাড় ধরা পড়েছে তার ফলে বিচারবিভাগও মনে হয় কড়াকড়ি হয়ে গেছে। সেখানে কোনও সেটিং করা যাচ্ছে না তাই তাদের কে ভয় দেখানো হচ্ছে, তাদের ঘরের সামনে ধরনা দেওয়া হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে, এখন বয়কট করা হচ্ছে। বিচারব্যবস্থাকেও এরা ছাড়ছে না নিরপেক্ষভাবে। তো সাধারণ মানুষ এখানে কোনও বিচার পাবে আশা করা যায় না। পুলিশের কাছে একটা এফআইআর করানো যায় না, কোর্টে সে যদি যায় বিচারের জন্য তাই বিচারপতিকেও ধমকানো হচ্ছে। পশ্চিমবাংলায় আর কিছু আছে । প্রশাসনিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা সব ভেঙে পড়েছে । পাশাপাশি এই বছর গঙ্গাপূজা নিয়ে অনুমতি না মেলার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন,
আমরাও আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি বিদেশীদের দেখাতে চাই সেজন্য ভারতবর্ষের ৫৬ টা শহরে জি টুয়েন্টি হচ্ছে। মমতা ব্যানার্জি কিৃষ্টি সংস্কৃতি নষ্ট করতে চান পূজা পাঠ করতে দেবেন না লোককে পদ্মফুলকে ঘৃণা করছেন পদ্মফুলের সামনে দাঁড়াতে চান না পদ্মফুলের চেয়ে ভারতীয় সংস্কৃতির প্রতীক । পদ্মফুল এইজন্যই এবার জি-টুয়েন্টি লোগো করা হয়েছে যাতে সাতটি মহাদেশকে একসাথে যুক্ত করা যায়, সাত সুরকে মিলিয়ে বিশ্বে এক সুর করা যায়। মমতা ব্যানার্জি লাভ নেবেন কেন্দ্রের পয়সায় নিজের ছবি ছাপাচ্ছেন কিন্তু এই যে থিমটা ওটাকে মানতে চাইছেন না।