জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার রাস্তায় হাঁটলেন
পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকরা।

0
354

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্টের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার রাস্তায় হাঁটলেন
পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে প্রত‍্যেক বাড়িতে দেওয়া হচ্ছে জোড়া বালতি।

সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্ট এর অঙ্গ হিসেবে এখন থেকে দুটো বালতির মাধ্যমে শহরের প্রতিটি বাড়ির জমা বর্জ‍্য পদার্থ সংগ্রহ করবে পুরকর্তৃপক্ষ। বাড়িতে জমা নিত‍্যদিনের সমস্ত পচনশীল বর্জ‍্য ও নোংরা আবর্জনা জমিয়ে রাখার জন্য পুরসভার বিভিন্ন এলাকায় বালতি দেওয়ার কাজ শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দেওয়া হয়েছে নীল ও সবুজ রঙের বালতি। মঙ্গলবার জলপাইগুড়ি‌র ১৪ নম্বর ওয়ার্ডে‌র পাণ্ডা‌পাড়া এলাকার বাসিন্দা‌দের হাতে বর্জ্য পদার্থ জমিয়ে রাখার জন্য দুটি করে বালতি দেওয়া হয়। পচনশীল ও অপচনশীল দু’রকমের বর্জ্য পদার্থ রাখার জন্য নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে ওয়ার্ডের বাসিন্দা‌দের হাতে। উপস্থিত ছিলেন ওয়ার্ডে‌র কাউন্সিলর সন্দীপ ঘোষ।