প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ৮ দলীয় নক আউট গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো আন্দুল আড়গড়ি নজরুল স্মৃতি ক্লাবের সৌজন্যে। বাঙালি প্রিয় শ্রেষ্ঠ খেলা ফুটবল । এই খেলা বাঙালির মননে এবং মজ্জায় অবস্থিত। এখনো বিশ্বকাপ ফুটবলের জ্বর কাটেনি বাঙালির গায়ে থেকে। মেসির দল বিশ্বকাপ নিয়ে গিয়েছে মহানন্দে তাদের দেশে, তাতেও বাঙ্গালী আনন্দ করতে ভোলেনি। বাজি ফাটানো থেকে শুরু করে ড্রাম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া সবই হয়েছে এই পশ্চিমবঙ্গে । সম্প্রীতির মেলবন্ধন একমাত্র খেলাই করতে পারে এমনই মন্তব্য করলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের। তাইতো সাঁকরাইল ব্লকের আন্দুল আড়গড়ি নজরুল স্মৃতি ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । বাউল শিল্পীর গলায় “আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা” এই গানে মুখরিত হল মাঠ প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, আইএনটিটিইউসি হাওড়া জেলার সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সাঁকরাইল ব্লক সভাপতি অমৃত বসু, সাঁকরাইল ব্লক যুব সভাপতি প্রনয় কাঁড়ার, মহিলা সভানেত্রী নাসিমা কাজী, তপন পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়াও খেলা জগতের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক অতিথিদের পুষ্প স্তবক উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন ক্লাব সম্পাদক শেখ শাহাবুদ্দিন সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ। দেশ বন্ধনার গান ও নৃত্যের মাধ্যমে খেলা শুরু হল। শুরুর মুহূর্তেই জাতীয় সংগীত গাইলেন প্রত্যেক খেলোয়াড় এবং মাঠে উপস্থিত অতিথিবৃন্দ। বিধায়িকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই একটা হিন্দু খেলোয়াড় পড়ে গেলে মুসলিম খেলোয়াড় হাত ধরে তুলে দেয় তাই খেলা হলো সম্প্রীতির মেলবন্ধন এমনই বার্তা দিলেন বিধায়িকা। যুব সমাজকে আরো খেলার দিকে এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাব সম্পাদক জানালেন এই মাটি প্রায় ফুটবল খেলা হয় কিন্তু এ বছর আরও বড় করে এবং জাঁকজমক সহকারে এই ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে । আগামী দিনে যুব সমাজ এই ফুটবল খেলার প্রতি আকৃষ্ট হয় তারই জন্য এই ফুটবল প্রতিযোগিতা। খেলা শুরুতেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।