নিজস্ব সংবাদদাতা, মালদা:- ইংরেজবাজারের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের গনিপুর গ্রামে এম জি এন আর জি এস প্রকল্পের মাধ্যমে কলা গাছ লাগানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তাদের জমির দলিল নিয়ে সেই জায়গায় পঞ্চায়েতের তরফ থেকে কারো জমিতে এক লক্ষাধিক, কারোবা দুই লক্ষাধিক টাকা এইরকম প্রায়ই শতাধিক মহিলাদের জমিতে কলা গাছ লাগানোর নামে প্রকল্পের বোর্ড বসানো হয়েছে অথচ মহিলাদের অভিযোগ কারো জমিতে কিছু পরিমাণে কলা গাছ লাগানো হয়েছে, কারো জমিতে বা লাগানো হয়নি এইভাবে ২০২০-২০২১ অর্থবর্ষে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান এমনই মহিলাদের অভিযোগ। বিডিও, জেলা শাসককে অভিযোগ জানিও এখন পর্যন্ত কোন সূরাহা হয়নি বলে অভিযোগ। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য বলেন নিয়মমাফিক সব কাজ হয়েছে, বদনাম করার জন্যই বিরোধীদের চক্রান্ত।