দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, দুবরাজপুর নার্সিং এন্ড মেডিকেল রিসার্চ ইন্সটিটিউটের আজ বার্ষিক অনুষ্ঠান এবং নবীন বরণ উৎসব পালিত হলো কলেজ প্রাঙ্গণে। এই উপলক্ষে কলেজের পক্ষ থেকে দুবরাজপুর এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা, গুণীজন এবং সমাজসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী ,কলেজের অধ্যক্ষ ডক্টর নীলিপ কান্তি দেব, পরিচালন কমিটির সদস্য সেখ ইনদাদুল, সুখেন রানা, হেতমপুর ডিএলএড কলেজের অধ্যক্ষ কানন গোপাল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বেঙ্গল ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, দুবরাজপুর নার্সিং এন্ড মেডিকেল রিসার্চ ইন্সটিটিউটের পথ চলা শুরু ২০১৯ সালে। এদিন এই কলেজের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা নাটক, সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহন করে। তাছাড়াও দুবরাজপুরের ‘নৃত্যাঙ্গন’ সংস্থার ছাত্রীরা নৃত্য প্রদর্শন করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য আজ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয় কলেজের পক্ষ থেকে। এদিন সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক। তাঁর গানে মনমুগ্ধ হোন শ্রোতারা। কলেজের অধ্যক্ষ নীলিপ কান্তি দেব জানান, আমরা কলেজের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এক সপ্তাহ ধরে বিভিন্ন খেলায় অংশগ্রহন করে পড়ুয়ারা। পাশাপাশি যাঁরা নতুন পড়ুয়া ভর্ত্তি হয়েছে তাঁদেরকে আমরা বরণ করলাম। তাছাড়াও আমরা দুবরাজপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানালাম।