দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে বালুরঘাটে বিজেপি কর্মীরা, আত্রাই নদীতে সন্ধ্যা আরতির আয়োজন করল বুধবার সন্ধ্যায়। বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ডে আত্রাই নদীর সদরঘাট এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক ও শহর মন্ডলের কার্যকর্তারা এই আরতিতে অংশগ্রহণ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার লাইফ লাইন নদী জেলার অর্থনীতি সাথে সরাসরি যুক্ত, কৃষক মৎস্যজীবী সাধারণ মানুষ এমনকি পানীয় জলের ও ব্যবস্থা হয় এই আত্রাই নদী থেকেই । আত্রাই নদীর কথা উঠে এসেছে রবীন্দ্রনাথের লেখাতেও এমনকি বেদের বিভিন্ন মন্ত্রে ও আত্রেয়ীর উল্লেখ রয়েছে। তাই সেই নদীকে সম্মান জানিয়ে আজ বিজেপির পক্ষ থেকে আরতি অনুষ্ঠান করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বাবুঘাটে রাজ্য সভাপতি গঙ্গার আরতি করতে গেছিলেন সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে বিজেপির আজকের এই কর্মসূচি বলে জানান সাধারণ সম্পাদক অভিষেক সেনগুপ্ত।
Home রাজ্য উত্তর বাংলা ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে বালুরঘাটে বিজেপি কর্মীরা, আত্রাই নদীতে সন্ধ্যা আরতির আয়োজন...