মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূণ্যস্নানের মাহাত্ম্য কি?

    0
    360

    ধর্ম প্রাণ মানুষ আমরা। ধর্মীয় স্থান গুলো ভ্রমণ করে আমরা নিজেদের শুদ্ধ করি, পবিত্র করি। প্রাচীনকাল থেকে এই রীতি নীতি আমরা মেনে আসছি।

    কথায় আছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। কুম্ভ মেলা পরে গোটা গঙ্গাসাগরেই কোনও একটি উত্‍সব উপললক্ষ্যে এত মানুষের সমাগম হয়।

    শিবের জটায় গঙ্গার অবস্থান। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস।

    রবিবার ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। ১৫ জানুয়ারির ভোরে গঙ্গাসাগরে পূণ্যস্নান সারবেন ভক্তরা। তার জন্য এখন থেকেই জমজমাট মেলা প্রাঙ্গন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তো বটেই এমনকি বিদেশ থেকে গঙ্গাসাগর মেলা দেখতে প্রতি বছর ভিড় করেন অগুণতি মানুষ।

    ।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।