নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—প্রথমে ইংরেজবাজারের কেষ্টপুর এরপর কালিয়াচকের গোলাপগঞ্জেও বিএসএফ ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। ক্ষোভ উগড়ে দিলেন সীমান্ত এলাকার মানুষজন। কাউকে টাকা দেবেন না। কেন্দ্রীয় সরকারের কেউ ঘর দেওয়ার জন্য টাকা আদায় করেনা। আবাস যোজনা থেকে নাম বাদ দেওয়ার কাজও কেন্দ্রীয় সরকারের নয়। কারও নাম ঢোকানো বা কারও নাম বাদ দেওয়া এসব কেন্দ্রীয় সরকার করেনি। এগুলি রাজ্য সরকারের দায়িত্ব। গোলাপগঞ্জ বিএসএফ ক্যাম্পে দাঁড়িয়ে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তদন্ত হবে বললেন কেন্দ্রীয়।
বিএসএফ ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক নিয়ে তৃণমূলের রাজনীতি করনের অভিযোগের পাল্টা সরব বিজেপি। আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ মন্ত্রীকে এসব জানাতে আসছেন। আক্রোশ বশত তৃণমূল অভিযোগ তুলছে। তৃণমূলের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পাল্টা বললেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।