দুবরাজপুর পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন।

0
137

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা বিশ্বের পাশাপাশি আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আধুনিক ভারতের স্রষ্টা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করা হল। এদিন দুবরাজপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং পুরো শহর পরিক্রমা করে দুবরাজপুর পোদ্দারবাঁধ সংলগ্ন বিবেকানন্দের মূর্তি পর্যন্ত যায়। এই শোভাযাত্রায় দুবরাজপুর শহরের শিশু শিক্ষা কেন্দ্রের শিশুরা অংশ নেয়। এদিন পোদ্দারবাঁধ এলাকায় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, কাউন্সিলার মানিক মুখার্জি, সুভাষ মেটে সহ আরও অনেকে। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ভারতে জাতীয় “যুব দিবস” হিসেবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তারিখে জন্মগ্রহণ করেন।